Home দেশ পুলিশের গুলিতে মারা গেল গ্যাংস্টার বিকাশ দুবে

পুলিশের গুলিতে মারা গেল গ্যাংস্টার বিকাশ দুবে

এইচ.এন.ডেস্ক, ১০ জুলাই: পুলিশের গুলিতে মারা গেল গ্যাংস্টার বিকাশ দুবে। মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে আসার পথে ওই ঘটনা।

উত্তরপ্রদেশের কানপুরে গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করে ফেরার হয়েছিলো গ্যাংস্টার বিকাশ দুবে। বৃহস্পতিবার মধ্যেপ্রদেশের উজ্জঊনির মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করে মধ্যেপ্রদেশের পুলিশ। এর পর ওই অপরাধীকে উত্তরপ্রদেশের স্পেশাল টাক্সফোর্সের হাতে তুলে দেয়।
শুক্রবার সকালে বিকাশ দুবেকে উত্তরপ্রদেশের পুলিশের একটি কনভয় কানপুরে ফিরে আসার সময় রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পরে উল্টে যায়।
সেই সুযোগে গ্যাংস্টার বিকাশ দুবে এক পুলিশকর্মীর পিস্তল ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করে বলে পুলিশের দাবি। পুলিশ বার বার করে এই অপরাধীকে না পালানোর আবেদন করার পরও পালানোর চেষ্টা করে। এর পর পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে পরে যায় ওই গ্যাংস্টার। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যদিও বিরোধীদের অভিযোগ গ্যাংস্টার বিকাশ দুবেকে এনকাউন্টারে মারা হয়েছে।