পুরনো মোবাইল বিক্রি করতে প্রতারকের খপ্পরে শিলিগুড়ির যুবক

শিলিগুড়ি, ২৬ নভেম্বর: নতুন মোবাইল কিনবেন বলে পুরনো মোবাইলটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন শিলিগুড়ির যুবক। এজন্য ব্যবহার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাপ। আর ওই অ্যাপে বিজ্ঞাপন দেখে সেনা পরিচয় দিয়ে যোগোযোগ করে এক ব্যক্তি। অভিনব উপায়ে সেই ব্যক্তি হাতিয়ে নিল ওই যুবকের টাকা। এমন ঘটনা শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার। টাকা খুঁইয়ে শিলিগুড়ির গোবিন্দ দাস অভিযোগ জানান সাইবার ক্রাইম থানায়। সাইবার সেল এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
জানাগেছে, ইস্টার্ন বাইপাসের বাসিন্দা গোবিন্দবাবু কয়েকদিন আগে সোশ্যাল অ্যাপে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে ফোনে দমদম থেকে এক ব্যক্তি যোগাযোগ করে তার সঙ্গে। মোবাইল ফোনটি কিনবে বলে সে জানান। সব শুনে টাকা অগ্রিম টাকা দেওয়ার কথাও জানান ওই ব্যক্তি। গোবিন্দবাবুকে ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সেনা জওয়ান পরিচয় দিয়েছিল। জানিয়েছিল, দাম ঠিক হলে মোবাইলটি কিনবেন। কিন্তু এতদূরে থেকে নিতে আসতে পারবেন না। অগ্রিম টাকা তিনি অনলাইনে জমা করবেন। রাজী হন গোবিন্দবাবু। এদিকে মোবাইলে কথা চলতে চলতে এই যুবকের মোবাইলে মেসেজ করে একটি কিউআর কোড পাঠানো হয়। সেই কিউআর কোডটি তার কথামতো স্ক্যান করতেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রথম ধাপে খোঁয়া যায় ৪ হাজার টাকা। ভুল করে হয়ে গেছে বলে এরপর ওই ব্যক্তি টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে আবার ফোন করে। এবারও একই পদ্ধতিতে কিউআর কোড পাঠিয়ে ফের একবার হাতিয়ে নেয় ৮ হাজার টাকা। এরপর আর ওই যুবক ফোনে সাড়া দেয়নি। গোবিন্দবাবু বলেন, ‘‌মোবাইল বিক্রি করতে গিয়ে আমি উল্টো প্রতারকের খপ্পরে পড়লাম। আমি দুই ধাপে টাকা খোঁয়ানোর পর সতর্ক হয়ে যাই। এরপর ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও কিছু করতে পারেনি। পেটিএম সংস্থার সঙ্গেও যোগাযোগ করে কোন সুরাহা না হওয়ায় শেষে সাইবার সেলে অভিযোগ জানাই। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করেছে। পাশাপাশি জানিয়েছে, এভাবে অভিনব পদ্ধতিতে প্রতারণা করতে অনলাইলে নজর রাখছে চক্র। তাই এই ফোন কল ও মেসেজ থেকে সাবধান ও সকর্ত হোন। কাউকে এভাবে পিন কোর্ড, পাসওয়ার্ড সহ অন্য গোপন কিছু শেয়ার করবেন না।