Home রাজ্য উত্তরবঙ্গ পুরনো বই গাড়িতে সাজিয়ে গ্রামে বিলি করছেন দম্পতি

পুরনো বই গাড়িতে সাজিয়ে গ্রামে বিলি করছেন দম্পতি

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি: শুক্রবার শিলিগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পবিত্র পোদ্দারকে ডিজিটাল লাইব্রেরি থেকে পাঠ্য বই দেওয়া হয়েছে। এই বই দিয়ে এই ডিজিটাল লাইব্রেরির কর্ণধার অনির্বাণ নন্দী এবং তার স্ত্রী পৌলোমী চাকি নন্দী বলেন, আশা করি আগামী দিনে পবিত্র পরীক্ষায় ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হবে।
অভিনব প্রচেষ্টা শিলিগুড়ির এই দম্পতির। ডিজিটাল কমিউনিকেশনকে কাজে লাগিয়ে গ্রামের অভাবী-মেধাবী ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে শিলিগুড়িতে ভ্রাম্যমান গ্রন্থাগার তৈরি করেছেন আইআইটির এক গবেষক দম্পতি। শিলিগুড়ির মেডিক্যাল মোড়ের বাসিন্দা এই দম্পতির নাম অনির্বাণ নন্দী ও পৌলোমী চাকি নন্দী।
বইয়ের অভাবে অনেকেরই পড়াশোনা করতে সমস্যা হয়। সেই সমস্যা দূর করতেই তাঁরা উদ্যোগী হয়েছেন। তৈরি করেছেন ভ্রাম্যমান গ্রন্থাগার বা মোবাইল লাইব্রেরি। তাঁদের উদ্দেশ্য দুঃস্থ ছেলেমেদের পাশে দাঁড়ানো, পড়াশোনার প্রতি তাঁদের আগ্রহী করে তোলা, তাঁদের বাধা দূর করা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুত হচ্ছেন তাঁদের কথাও মাথায় রেখেছেন এই দম্পতি। এজন্য পুরোনো বই কিনে তাঁরা গাড়িতে সাজিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন এক বছরের বেশি সময় ধরে।
গাড়িতে করে গ্রামে গ্রামে বই পৌঁছে দেওয়ার ফলে সাফল্য আসছে ঠিকই তবে তার ব্যাপ্তিটা বেশ কম। এবার আরও বেশি সংখ্যায় অভাবী-মেধাবি ছাত্রছাত্রীরা যাতে এই পরিষেবার সুবিধা নিতে পারেন সেজন্য ডিজিটাল ক্যাটালগ বানানো হবে।
অনির্বাণ বলেন, “আমাদের সংস্থার নাম ‘লিভ লাইফ হ্যাপিলি’। এই ওয়েবসাইটেই লাইব্রেরির লিঙ্ক দেওয়া থাকবে। লাইব্রেরির নাম দেওয়া হয়েছে ‘ভক্তি ই-লাইব্রেরি’। এখানে যে কোনও বই সার্চ করতে পারবেন পড়ুয়া। বইটি ডিজিটালি অর্ডারও করতে পারবেন। অর্ডার দেওয়ার কিছু দিনের মধ্যেই ওই বই আমরা সংশ্লিষ্ট পড়ুয়ার বাড়িতে পৌঁছে দেব।”
শুধু পাঠ্যবই নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যে সব বই প্রয়োজন হয় সেইসব বইও এর মাধ্যমে দেওয়া হবে।”