Home রাজ্য উত্তরবঙ্গ পুরনিগমে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

পুরনিগমে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

শিলিগুড়ি, ১৭ মার্চ: শিলিগুড়ি পুরনিগমে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের মা ভবানী রোডের অন্তর্গত নিরঞ্জন গুপ্তের বাড়ি থেকে গোপাল গুপ্ত ও অশোক মাহাতোর বাড়ি হয়ে কবিল সাহানির বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও নিকাশি নির্মাণের সূচনা করা হয়। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেহেরু রোড থেকে এসএম রোড সংযোগ পর্যন্ত ৯৫০ মিটার রাস্তা রূপায়ন।
৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এনজেপি প্রধান সড়কে মানিক দত্ত বুক স্টল থেকে গোপাল মোড় গার্ড ওয়ালের পুনর্নির্মাণ এবং নিকাশি নালার উপরে স্ল্যাব বসানোর সূচনা করা হয়। ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দার্জিলিং হাইওয়ে বিভাগের অধীনে সূর্যনগর ময়দানের নিকটে চেকার টাইলস সহযোগে (৯০০ মি) ফুটপাত নির্মাণ এবং বসার বেঞ্চ স্থাপন।
৩৭ নম্বর ওয়ার্ডের ঘোগোমালি ব্রিজ থেকে পাইপলাইন পর্যন্ত পাকা নিকাশি নালার সংস্কার ও ড্রেন স্লাপ নির্মাণ সহ জয়েস ব্রিজের উদ্বোধন করেন।