Home রাজ্য উত্তরবঙ্গ পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি, ৯ মে: পুকুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ডুয়ার্সের মেটেলি থানার উত্তর ধূপঝোরা এলাকার ঘটনা। মৃত যুবকের নাম হরিনাথ রায় (৩০)। তার বাড়ি মেটেলি ব্লকের বাতাবাড়ি খরপাড়া এলাকায়। করোনা এবং লকডাউন এর মাঝে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিন সকালে স্থানীয়রা উত্তর ধূপঝোরার নিতেন পাড়ার একটি পুকুরে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটলি থানার পুলিশ। পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।