পিছিয়ে গেল অরিজিৎ সিংয়ের শিলিগুড়ির লাইভ কনসার্ট

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি:‌ প্রথমে ঠিক হয়েছিল ১ এপ্রিল শিলিগুড়িতে লাইভ কনসার্টে আসছেন ভূবন কাঁপানো শিল্পী অরিজিৎ সিং। কিন্তু অনুষ্ঠানের দিন এগোতেই অরিজিৎ সিংয়ের কনসার্ট পিছিয়ে গেল। এই তারকা গায়ক অবশ্য চলেন মাটিতে পা রেখেই। বাংলা তথা জিয়াগঞ্জের মানুষের জন্য সবসময় পাওয়া যায় তাঁকে। তাঁর কণ্ঠ লাইভ শোনার জন্য রীতিমতো পাগল ভক্তরা। এবার ভক্তদের জন্য আরও বড় সুখবর। শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট পাকা। আয়োজিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। টিকিটের দামও ঠিক হয়েছে। একসঙ্গে যাতে বহু মানুষ এই শো দেখতে পারেন সেই জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।
সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন। মাটির মানুষ অরিজিৎ সিং এবার আসতে চলেছেন শিলিগুড়িতে। সম্প্রতি শো’য়ের একটি পোস্টারও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে আগামী ১ এপ্রিল শিলিগুড়িতে আসবেন বলে ঠিক ঠিল। অনেকেই ভাবছেন হয়তো এপ্রিল ফুল করা হচ্ছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই কনসার্ট হবে। প্রচুর দর্শক যাতে আসতে পারেন সে কারণেই স্টেডিয়ামে কনসার্টটি হবে। অনলাইনে শোয়ের টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।
আনন্দ উন্মাদনের মধ্যে অরিজিৎতের শো এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ ১ এপ্রিল হচ্ছে না শো। ২ এপ্রিল হচ্ছে অরিজিৎ সিংয়ের ওই কনসার্ট। তবে অনুষ্ঠানের জায়গা একই র‌য়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই তাঁর অনুষ্ঠান। ৩৫ হাজার আসনের গ্যালারির ওই স্টেডিয়াম। সঙ্গে রয়েছে মাঠ। সব মিলিয়ে উদ্যোক্তারা ২০ হাজারের মতো আসনের ব্যবস্থা করবেন। সংবাদ মাধ্যমে উদ্যোক্তারা বিষয়টি জানিয়েছেন। এই প্রথমবার উত্তরবঙ্গে শো করতে চলেছেন এই তারকা গায়ক। অবশ্য তিনি চলেন মাটিতে পা রেখেই। বাংলা তথা জিয়াগঞ্জের মানুষের জন্য সবসময় পাওয়া যায় তাঁকে। তাঁর কণ্ঠ লাইভ শোনার জন্য রীতিমতো পাগল দেশ বিদেশের ভক্তরা। তাই শিলিগুড়ির কনসার্টের কথা জানতে পেরে আনন্দে মাতায়ারা হয়ে পড়েন।

কিন্তু কিছুদিন আগে কলকাতায় অরিজিৎ সিংয়ের কনসার্টে টিকিটের দাম উঠেছিল ৮০ হাজার টাকা। তাই শিলিগুড়ির টিকিট নিয়ে নানা জিজ্ঞাসা দেখা দেয় অনুরাগীদের। উদ্যোক্তারা জানান, কয়েক দশকে শিলিগুড়িতে বড় কনসার্ট হয়নি। স্বভাবতই টিকিটের দাম একটু বেশিই হবে। তবে কলকাতার চেয়ে কম হবে। জানাগেছে, টিকিট এখানে ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৯ হাজার টাকা দাম রাখা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, নিরাপত্তার দিকে প্রশাসনিক সহযোগিতা রয়েছে। তারপরও চাইব সমস্ত ভক্তরা যাতে সুযোগ পান কনসার্টে আসতে। নির্দিষ্ট অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে।