রাজগঞ্জ, ২৯ জুনঃ নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিডিও কে মাচ পিটিশন দিলেন বাসিন্দারা। এর আগে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেছেন। জেলা পরিষদের সভাধিপতির কানেও পৌঁছেছে। সংবাদমাধ্যমেও গ্রামবাসীরা অভিযোগ তুলে ধরেন। তাতেও কারও হেলদোল নেই বলে বাসিন্দাদের অভিযোগ। তাই আজ বাসিন্দাদের ১০০ জনের স্বাক্ষরযুক্ত মাচ পিটিশন দেওয়া হয় বিডিও কে। এরপরও সঠিকভাবে কাজ না হলে বাসিন্দাদের পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সন্যাসীকাটায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় আড়াই কিলোমিটার একটি পাকা রাস্তা করা হচ্ছে।
জেলা পরিষদের তত্ত্বাবধানে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে জমিদারপাড়া থেকে আকালুগছ পর্যন্ত ওই রাস্তার কাজ চলছে। কিন্তু রাস্তার কাজের মান নিয়ে এলাকাবাসীর অভিযোগ প্রথম থেকেই। তার সুরাহা না হওয়ায় এদিন রাজগঞ্জের ভিডিওকে মাচ পিটিশন দেন বাসিন্দারা। স্থানীয় যুবক তাহের হোসেন, মনোজিত রায়, স্বদেশ রায় বলেন, রাস্তার কাজ খুব নিম্নমানের করা হচ্ছে । রাস্তার মাঝে কয়েকটি কালভার্ট ও হিউম পাইপ দেওয়া হলেও তা সঠিকভাবে করা হয়নি । হিউম পাইপগুলি খুব সরু । রাস্তায় সিল কোট দেওয়া হচ্ছে না । কাজ সম্পন্ন হওয়ার আগেই রাস্তায় ভাঙন ধরেছে । বরাত পাওয়া ঠিকাদারের কাছে কাজের শিডিউল দেখতে চাইলে তা দেখাতে রাজি হয়নি । তাই এদিন বিডিও কে ১০০ জন গ্রামবাসীর স্বাক্ষরযুক্ত মাচ পিটিশন দেওয়া হয় ।
কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগ বলেন, ওই রাস্তা নিয়ে গ্রামবাসীরা অনেক দিন থেকে অভিযোগ করছেন । কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন । কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা না নিলে কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে নামা হবে । এব্যাপারে বিডিও এন সি শেরপা বলেন, স্থানীয়রা রাস্তার কাজ নিয়ে মাচ পিটিশন দিয়েছেন । আমি অভিযোগ পত্রটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব । জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, ওই রাস্তার কাজের শিডিউল দেখে বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখব ।