শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ সেবকে টানেল তৈরির যন্ত্রাংশে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। পুড়ে ছাই হয়ে গেল প্রায় আড়াই কোটি টাকার অতি প্রয়োজনীয় যন্ত্রাংশ। এই ঘটনায় পাহাড়ি পথে রেললাইন বসানোর কাজ থমকে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে ক্ষোভ জমছে। রাতের অন্ধকারে এভাবে যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়া নিয়ে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য সেবক-রংপো রেল যোগাযোগের জন্য কাজ চলছে দ্রুতগতিতে। তৈরি হচ্ছে পাহাড়ি পথে টানেল। বিভিন্ন জায়গায় পাহাড়ের মাঝে টানেল তৈরির কাজ চলছে এখনও। জানাগেছে, শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ কালিঝোড়ায় টানেল তৈরির জন্য নিয়ে আসা নতুন মেশিনে কয়েকজন আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় সেখানকার কর্মরত কর্মীরা আতঙ্কিত। কেন এই আগুন লাগানো হল তা বুঝে উঠতে পারছেন না। আতঙ্কে সেখানে কর্মরত কর্মীরা।রেল সূত্রে জানাগেছে, কিছুদিন আগেই বিশাল এই নতুন মেশিন নিয়ে আসা হয়। এটা দিয়ে ৩ ও ৪ নম্বর টানেল করা হবে। শনিবার রাতে সেই মেশিনে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। রাতে বিষয়টি টের পেলেও এভাবে পুড়িয়ে দিবে জানতে পারেনি। রবিবার সকালে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। খবর পাওয়ার পরই ঠিকাদারি সংস্থা আই টি ডি সি সহ রেলের কর্তারা একে একে সেখানে পৌঁছান। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। এর পেছনে শত্রুতা কিংবা অন্য কোন আক্রোশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বইছে।