পাহাড়ের গায়ের কার্শিয়াং ফুটবল ক্লাব ৩০ বছরে পা দিল

কার্শিয়াং, ২৩ ডিসেম্বর: পাহাড়ের কোলে আজ খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের মিছিল। আজ সোমবার কার্শিয়াং ফুটবল ক্লাব তাদের ত্রিশ বছর পূর্ণ করল। এই উপলক্ষে কার্শিয়াং এ এক শোভাযাত্রা বের করে কার্শিয়াং ফুটবল সংস্থা। তাদের সংস্থার সচিব তেনজিং প্রধান জানান, তারা এই বছর কার্শিয়াং এর গরীব প্রতিভাবান ছেলেদের ফুটবল শেখানোর সম্পুর্ন দায়িত্ব নেবে। শুধু তাই নয় খেলাধুলোর সাথে সাথে পড়াশোনার দায়িত্বও তারা নেবে। আজ সংস্থার পক্ষ থেকে কার্শিয়াং ফুটবল ক্লাবের নামে নতুন লোগে বের করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানান, এই ক্লাব ইউনাইটেড ফুটবল ক্লাব নামেও পরিচিত হবে বিশ্বের ফুটবল মানচিত্রে। আমরা চাইছি এখান থেকে বের হয়ে আসুক মারাদোনা, পেলের মতো কেউ।