Home Top News পাশে এসে দাঁড়াল ভূটকির বাদলাগছের একটি ক্লাব

পাশে এসে দাঁড়াল ভূটকির বাদলাগছের একটি ক্লাব

রাজগঞ্জ, ৩১ মার্চ: লকডাউনে সমস্যায় পড়া মানুষদের পাশে এসে দাঁড়াল ভূটকির বাদলাগছের একটি ক্লাব। তারা একদিকে বার্তা দিচ্ছে করোনা ঠেকাতে এখন ঘরে থাকুন তার। বলছেন, আপনারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলুন। ভাইরাস ঠেকাতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। তবে লকডাউনের কারনে গরিব পরিবারগুলো সমস্যা পড়ায় তাদের খাদ্য সামগ্রী দিয়ে পাশে থাকার বার্তা দিল ভর্তির ভুটকি বাদলাগছ মিলন সংঘ। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে চাল, আলু সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।