রাজগঞ্জ, ৩ ডিসেম্বর: শিলিগুড়ি শহর সংলগ্ননফুলবাড়ি পানীয় জল উত্তোলন কেন্দ্র দেখতে গিয়ে মৌমাছির হামলায় আটকে পড়েন দুই ব্যক্তি। শনিবার দুপুরে ফুলবাড়ি পানীয় জল শোধনাগারের কেন্দ্রের এক কর্মী তার আত্মীয়কে নিয়ে জলচনকেন্দ্র দেখাতে গিয়ে বিপত্তি ঘটে।। অনেক চেষ্টার পর দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জল উত্তোলন কেন্দ্রের এক কর্মী আব্দুল কাদেরের বাড়িতে তার এক আত্মীয় বেড়াতে এসেছেন। আব্দুল তার আত্মীয়কে ফুলবাড়ি শোধনাগার ও উত্তোলন কেন্দ্র ঘুরে দেখাতে নিয়ে যান। কিন্তু তাদের জানা ছিল না জল উত্তোলন কেন্দ্রের ছাদে মৌমাছি চাক বেধেছে। স্বাভাবিকভাবেই তারা জল উত্তোলন কেন্দ্রের ছাদে উঠতেই মৌমাছির হামলার শিকার হয়। বেশ কয়েকটি মৌমাছি তাদেরকে হুল ফুটিয়ে দেয়। সেখান থেকে তারা বের হতে পারছিলেন না। কর্মীরা অনেক চেষ্টার পর তাদেরকে উদ্ধার করেন। ওই দুজন ব্যথা সহ অসুস্থ বোধ করায় তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।