Home Uncategorized পানশালা কান্ড, জামিন পেল ধরম পাশওয়ান

পানশালা কান্ড, জামিন পেল ধরম পাশওয়ান

জলপাইগুড়ি, ২০ নভেম্বর: আজ জামিন পেল জলপাইগুড়ির পানশালা কান্ডের মূল অভিযুক্ত ধরম পাশোয়ান। গ্রেফতারের তিন মাস পরেও আদালতে চার্জশিট জমা করতে পারেনি পুলিশ। মঙ্গলবার ধরম পাশোয়ানের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে জামিন দিল জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল আদালত।
উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের থানা মোড়ে একটি পানশালায় মানব পাচার চালানোর অভিযোগে গত জুলাই রাতে পুলিশের একটি বিশেষ তদন্তকারি দল ওই পানশায় হানা দিয়ে পানশালার কর্মী এবং মিউজিশিয়ান মিলিয়ে মোট ২৮ জনকে গ্রেফতার করেছিল। এরপর পলাতক ধরম পাশোয়ানকে আগষ্ট মাসে কলকাতা থেকে গ্রেফতার করা হয়।