Home দেশ পাকিস্তানের গুপ্তচর বেলুন উড়ে এসে পড়ল ভারতে

পাকিস্তানের গুপ্তচর বেলুন উড়ে এসে পড়ল ভারতে

এইচ. এন. ডেস্ক: ১ মার্চ: ভারতে এসে পড়ল পাকিস্তানের গুপ্তচর বেলুন। মঙ্গলবার বেলুনটি হিমাচল প্রদেশে পাওয়া যায়। বেলুনটির গায়ে পাকিস্তানের পতাকা আঁকা।

জানা গিয়েছে, এদিন হিমাচল প্রদেশের সিমলার কুমারসাইন এলাকায় আকাশে একটি সন্দেহজনক বেলুন বাসিন্দাদের চোখে পড়ে। ঘোরাফেরা চোখে পড়ে। বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে মালেন্দি গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রাম থেকে বেলুনটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেলুনটি পাকিস্তান থেকে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।