Home দেশ পাইকারি বাজার থেকে করোনায় আক্রান্ত ২৬০০ জন

পাইকারি বাজার থেকে করোনায় আক্রান্ত ২৬০০ জন

এইচ.এন.ডেস্ক, ১৫ মে: লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার সহ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও অনেকেই তা মেনে চলছে না। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মেনে চললে কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তার একটি প্রমাণ মিললো তামিলনাড়ুতে। একটি পাইকারি বাজার থেকে প্রায় ২৬০০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। চেন্নাইয়ের কাছে কোয়েমবেদু পাইকারি বাজারের ঘটনা। পাইকারি বাজারে যাতায়াতকারী প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে এসেছেন, এমন সকলের পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তের সংখ্যা আরও কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনা যেন কোনমতেই বাগে আসছে না। ক্রমশ বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতে করোনায় আক্রান্ত ৮১৯৭০ । মৃত্যু হয়েছে ২৬৪৯ জনের। সুস্থ হয়েছে ২৭৯১৯ জন ।
সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৪৫১৯২৬৫ জন । মৃত্যু হয়েছে ৩০২৯৭৪ । সুস্থ হয়েছে ১৬৯৯৪১৫ জন ।