এইচ.এন.ডেস্ক, ২৯ জুলাই: ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান আনল ভারত। মঙ্গলবার সর্বাধুনিক ওই রাফায়েল ভারতে নিয়ে আসা হয়েছে।
আজ ওই পাঁচটি রাফায়েলকে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। রাফায়েলের প্রথম স্কোয়াড্রনটি থাকবে আম্বালায় এবং দ্বিতীয় স্কোয়াড্রনটি রাখা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।
জানা গিয়েছে, পাঁচটি রাফায়েলের মধ্যে তিনটি সিঙ্গল সিটার এবং দুইটি ডবল সিটার। রাফায়েল তার ওজনের থেকে দেড় গুণ বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে। এছাড়া এটি একসঙ্গে একাধিক অভিযান চালাতে সক্ষম।