Home রাজ্য পশ্চিমবঙ্গে পোস্ত চাষের উদ্যোগ নিয়েছে সরকার

পশ্চিমবঙ্গে পোস্ত চাষের উদ্যোগ নিয়েছে সরকার

এইচ.এন.ডেস্ক, ১১ মার্চ: এবার এরাজ্যে পোস্ত চাষের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পোস্ত চাষের জন্য ১৫০ টির বেশি এলাকা বাছা হচ্ছে। এরাজ্যে পোস্ত চাষের জন্য উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রার কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তাতে সরকারি ফার্মে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে পোস্ত চাষের কথা সরকার বিবেচনা করছে বলে জানানো হয়েছে।
দেশের চারটি রাজ্যে পোস্ত চাষের অনুমতি দিয়েছে কেন্দ্র।  তাই বাংলা কেন অনুমতি পাবে না? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।বাংলার মানুষই বেশি পোস্ত খায়। প্রচুর চাহিদা রয়েছে। পোস্ত চাষের অনুকূল পরিবেশ রয়েছে বাংলায়। তাই কেন্দ্র এই অনুমতি দিয়ে দেবে, এটা ধরে নিয়েই রাজ্যের হর্টিকালচার বিভাগ ইতিমধ্যেই পোস্ত চাষের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলায় পোস্ত চাষ হলে কম দামে পোস্ত খাওয়ানো যাবে।