Home Uncategorized পশ্চিমবঙ্গের সব উদ্বাস্তু কলোনিকেই জমির পাট্টা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের সব উদ্বাস্তু কলোনিকেই জমির পাট্টা দেবে রাজ্য সরকার

রাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দুই হাজার পরিবারকে পাট্টা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রবিবার তৃণমূলের পক্ষ থেকে এক প্রকাশ্য সভা করা এ কথা জানানো হয় । কেউ যাতে কোনো চক্রের খপ্পরে না পড়েন সেই উদ্দেশ্যে এদিনের সভা বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে । ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মানুষ সরকারি খাস জমিতে বা রেলের জমিতে বসবাস করছেন। তাই পাট্টার দাবি দীর্ঘদিনের। তাই অম্বিকানগর ও মাইকেল কলোনির প্রায় দুই হাজার পাট্টা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিনের সভায় নেতৃত্বরা বলেন, পাট্টা নিতে প্রতিটি পরিবারকে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার কার্ড, পঞ্চায়েত অফিসে বাড়ির কর জমা দেওয়ার রসিদ এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এই নথি জমা নেওয়ার জন্য শিবির করা হবে। তবে পাট্টা নিতে কোনো টাকা জমা দিতে হবে না। তাই চক্রের খপ্পরে না পড়ার জন্য এলাকাবাসিকে অবগত করা হয় । এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের এসসি, এসটি এবং অবিসি সেলের রাজ্য চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতি, তপন সিংহ প্রমুখ ।