পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় উত্তরবঙ্গের ৫ জন মন্ত্রী

উত্তরবঙ্গ ব্যুরো, ১০ মে: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ ৪৪ জনের মন্ত্রিসভা গঠন করা হয়। তারমধ্যে উত্তরবঙ্গের জয়ী পাঁচ জন বিধায়ককে মন্ত্রী করা হয়।উত্তরবঙ্গের মন্ত্রী হলেন,
০ গুলাম রব্বানি (সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা)
০ বিপ্লব মিত্র (কৃষি বিপণন)
০ সাবিনা ইয়াসমিন (সেচ, জলপথ পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন)
০ পরেশচন্দ্র অধিকারী (শিক্ষা)
০ বুলুচিক বরাইক (অনগ্রসর ও আদিবাসী উন্নয়ন)