কলকাতা, ২০ মে: পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ’আমফান’ । আমফানের প্রভাবে ইতিমধ্যে উড়িষ্যায় শুরু হয়েছে প্রবল ঝড়। জানা গিয়েছে, আজ বিকেলে দিঘা ও হাতিয়ায় মধ্যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে ঝড় আছড়ে পড়তে পারে। গতিবেগ হতে পারে ঘন্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঘন্টায় ১৩০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতিবিধির উপর নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম । রাজ্য সরকারের কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০ ।
রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২১৪-১৯৯৫ এবং
বিদ্যুত্ দপ্তরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০ ও ৯৪৩৩৫৬৪১৮৪ । রাজ্যবাসীকে দুপুরের পর বাইরে বের না হওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, কিছু সময় ঝড় হয়ে যাওয়ার পর থেমে গেলেও সঙ্গে সঙ্গে বাইরে বের হবেন না । পরবর্তীতে আরও প্রবল বেগে ঝড় বয়ে আসতে পারে । তাই আবহাওয়া দপ্তরের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সকলে ঘরে থাকবেন ।