এইচ.এন.ডেস্ক: সোনার এত দাম যে গরিব কেন মধ্যবিত্তদের কিনতে বেগ পেতে হয়। সেই সোনা যদি দামে পাওয়া যায় তাহলে তো অবাক হওয়ারই কথা। হ্যাঁ, ভুটানে গেলে আপনি কিনতে পারবেন কম দামে সোনা।সেখানকার সরকারি হোটেলে রাত্রিবাস করলে সস্তায় সোনা কেনা যাবে। পর্যটকদের জন্য এই অভিনব সুযোগ ভুটান সরকারের।
জানা গিয়েছে, ফুন্টসিলিং এবং থিম্পুতে ঘুরতে গেলে এবার শুল্ক মুক্ত দোকান থেকে সোনা কেনার সুযোগ দেওয়া হবে পর্যটকদের। ভুটানের রাজার জন্মবার্ষিকী এবং সে দেশের নববর্ষ উপলক্ষ্যে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে পর্যটক বিভাগের নির্ধারিত হোটেলেই রাত্রিবাস করতে হবে পর্যটককে। ১ মার্চ থেকে ভুটানের ফুন্টসিলিং এবং থিম্পু শহরে শুল্ক মুক্ত সোনা দেওয়া হচ্ছে । ফলে ওই সময় যে সকল পর্যটকরা ভুটান বেড়াতে যাবেন, তারা এই সুযোগ পাবেন।
ভুটানের অর্থ মন্ত্রকের আওতায় থাকা শুল্ক মুক্ত পণ্যের দোকানগুলোতেই এই সোনা বিক্রি করা হচ্ছে। পর্যটন প্রসারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।