পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল মালগাড়ি

এইচ.এন. ডেস্ক, ৮ মে: লকডাউনের কারণে যানবাহন বন্ধ। অগত্যা দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। প্রতিদিন এই ছবি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তেমনই একদল শ্রমিক হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মৃত্যু হল অন্তত ১৪ জনের।
মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে ঘরে ফিরতে রওনা দিয়েছিলেন এক দল শ্রমিক। ভুসাওয়াল থেকে জালনার পথে রেললাইন ধরেই তারা হাঁটছিলেন। ক্লান্ত হয়ে যাওয়ায় তারা ঘুমিয়ে পড়েছিলেন রেল লাইনেই। আওরঙ্গাবাদের কারমাডে তাদের উপর দিয়ে চলে গেল মালগাড়ি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
জানা গিয়েছে, পেট্রোল-ডিজেল বোঝাই ট্রেনটি নান্দেদ থেকে মানমাড যাচ্ছিল। ভোরে গান্ধেজলগাঁও গ্রামের কাছে ওই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।