Home রাজ্য উত্তরবঙ্গ পরিবারের সদস্যদের সামনে বোনকে খুন করে দাদা

পরিবারের সদস্যদের সামনে বোনকে খুন করে দাদা

জলপাইগুড়ি, ৩০ মার্চ: বাড়িতে পরিবারের সদস্যদের সামনে বোনকে নৃশংসভাবে খুন করে দাদা। বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর উত্তরপাড়ায়। মৃতার নাম রিয়া ঠাকুর।bওই ঘটনায় অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছে রিয়া ঠাকুর। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল। রাত আটটা নাগাদ বাড়ি ফিরতেই রিয়ার সঙ্গে বচসা বাধে রাহুলের। বাবা-মায়ের সামনেই চলতে থাকে বচসা। আচমকাই রাহুল রিয়ার উপর আক্রমণ করে। তাঁর পিঠে ছুড়ি দিয়ে একের পর এক আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ। অভিযুক্ত রাহুল ঠাকুরকে গ্রেপ্তার করা হয়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।