Home রাজ্য উত্তরবঙ্গ পরপর ৩ বাড়িতে এক রাতে চুরি

পরপর ৩ বাড়িতে এক রাতে চুরি

ফাঁসিদেওয়া ৪ এপ্রিল: করোনার জেরে চলছে লকডাউন। সারাদেশেই। এরই মাঝে আবার শনিবার
রাতে ফাঁসিদেওয়া ব্লকের পেটকি গ্রামের তিনটি বাড়িতে চুরি হল। দুষ্কৃতীরা পরপর এই গ্রামের তিনটি বাড়ির সিঁদ কেটে ঢোকে। এরপর ঘরে থাকা নগদ টাকা, মোবাইল, সোনা, রুপার অলঙ্কার চুরি করে পালায়। দসকালে টের পান বাসিন্দারা। একজন দিনেশ কর্মকারের বাড়িতে থেকে ৪৬ হাজার টাকা সহ দুটি মোবাইল সেট নিয়ে গেছে। বরুণ সিংহের বাড়ি থেকে দুটি মোবাইল সেট ও ধনা সিংহের বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা, সোনা ও রূপোর অলঙ্কার চুরি হয় বলে জানান। একটি ঋনদানকারী ব্যাঙ্ক থেকে থেকে টাকা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সূষ্টি হয়। এদিন সকালে ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এই ঘটনায় এই দুঃসময়ে চিন্তায় পড়ে গেছেন তারা। এমনিতেই এখন কাজ নেই। তারমধ্যে এমন চুরি। পুলিশ এই প্রাচীন ও অবিনব কায়দায় চুরির তদন্ত শুরু করছে।