পটল চিংড়ি, মুরগির মাংস রান্না করে ভবঘুরেদের এনে খাওয়ালেন বিডিও

শিলিগুড়ি, ১১ মে: বাড়ি থেকে খাবার রান্না করে এনে তা পথের পাশে ভবঘুরেদের খাওয়ালেন ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার। এদিন মেনুতে ছিল পটল চিংড়ি, মুরগির মাংস ও ডাল ভাত। সোমবার তিনি বিধাননগর এলাকায় জাতীয় সড়কের আশেপাশে পড়ে থাকা ভবঘুরেদের নিজে হাতে খাওয়ালেন। একজন প্রশাসনিক আধিকারিককে এভাবে ফুটপাথের ভবঘুরেদের খাবার তুলে দেওয়া দেখে অবাক হয়ে যান আশেপাশের বাসিন্দারা। যদিও ফাঁসিদেওয়ার বিডিওর এটা প্রথম কর্মসূচি নয়। লকডাউনের সময় তিনি বারবার অসহায় মানুষদের কাছে ছুটে গেছেন। যেখান থেকেই শুনেছেন কেউ অসহায়, ছুটে গেছেন। যতটুকু পেরেছেন সাহায্য তুলে দিয়েছেন। কদিন আগে জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েত এলাকার কালুজোতে ৩০০ মানুষকে রান্না করা খাবার খাইয়েছেন। এই আদিবাসী গ্রামের মানুষেরা কষ্টের মধ্যে কাটাচ্ছিলেন। তাদের কথা জানতে পেরেই হাজির হয়ে যান বিডিও। যেন তিনি করোনা যোদ্ধা।

উত্তর ২৪ পরগনার সোদপুরে বাড়ি বিডিওর। ফাঁসিদেওয়ায় তিনি এক বছরের বেশি সময় ধরে এসেছেন। শিলিগুড়ি মহকুমার এই পিছিয়ে পড়া এলাকায় তিনি অফিস সময়ের বাইরে বার বার মানুষের হয়েই ছুটে গেছেন। ভুলে গেছেন তার প্রশাসনিক পদের কথা। রাত দশটায় কেউ অসহায় হয়ে পড়ে ফোন করলে ছুটে যান। লকডাউনের সময় দপ্তরের এক কর্মীর অসুস্থতার কারণে রক্তের প্রয়োজন পড়ে। বিডিও নিজে উদ্যোগ নিয়ে, দৌড়াদৌড়ি করে রক্ত সংগ্রহ করেন। কঠিন পরিস্থিতিতেও সেই কর্মী রক্ত পেলেন।

এদিন আবার তিনি ভবঘুরেদের খাবার খাওয়াতে নিজেই রান্নার কাজে হাত লাগান। তার সহধর্মিনী সুপর্ণা সরকারকে রান্নার এত পদের রান্নার কাজে সহায়তা করেন। তারপর সকাল সকাল সেই খাবার নিয়ে পথের উদেশ্যে বেরিয়ে পড়েন। বিধাননগর এলাকায় গাড়ি থেকে নেমে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেন। শিলিগুড়ি মহকুমা শাসক, ডিএসপি, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা এদিন অন্য একটি কাজে পথে ছিলেন। তাদের থেকে বিডিও একটু সময় নিয়ে ওই ভবঘুরেদের খাইয়ে আসেন। এর পাশাপাশি পথে কাজে থাকা পুলিশকর্মীদেরও খাওয়ানো হয়।
নিজে দাঁড়িয়ে তাদের পাতে খাবার তুলে দেন। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে তা দেখেন শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায়। কদিন আগেই বিডিও সিদ্ধান্ত নেন লকডাউনে পথের অসহায়দের খাওয়াতে। বিডিও জানান, খুব ভালো লাগছে এই কাজ করতে পেরে। বিধাননগরের এক সমাজকর্মী বাপন দাস এদিন তাকে সহায়তা করেন। তিনি বলেন, একজন ভালো মানুষ হিসেবে আমরা বিডিও পেয়েছি। তিনি যেন করোনা যোদ্ধা। নিজে রান্না করে ভবঘুরেদের খাওয়ালেন।

©গিরিশ মজুমদার