Home রাজ্য নেপাল থেকে ১১০০ কিলোমিটার পাড়ি দিয়ে এরাজ্যে এল একটি ঘড়িয়াল

নেপাল থেকে ১১০০ কিলোমিটার পাড়ি দিয়ে এরাজ্যে এল একটি ঘড়িয়াল

এইচ.এন.ডেস্ক, ৩০ মে: লকডাউনে বহু পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার ঘটনা দেখেছে সারাদেশ । হাজার হাজার কিলোমিটার হেঁটে বা পথচলতি গাড়িতে বাড়ি ফেরার পথে অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যুও হয়েছে, সে ঘটনাও দেখা গিয়েছে । কিন্তু ১১০০ কিলোমিটার পাড়ি দিয়েছে একটি ঘড়িয়াল ! হ্যাঁ সত্যিই শুনেছেন, এমনটাই ঘটেছে ।
ওয়াইল্ডলাইফ ট্রাস্ট ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে একটি ঘড়িয়াল নেপাল থেকে পশ্চিমবঙ্গের হুগলিতে পাড়ি দেওয়ার খবর! জানা গিয়েছে, নেপালের গণ্ডক নদী যেখানে রাপতি নদীতে মিশেছে, সেখানে ছাড়া হয়েছিল ওই প্রজাতির বেশ কয়েকটি ঘড়িয়াল। সেগুলির মধ্যে থেকে একটি ঘড়িয়াল উদ্ধার হয় হুগলি থেকে। হুগলির রানিনগর ঘাটে জেলেদের জালে ধরা পড়ে ঘড়িয়ালটি। তার চামড়ায় যে মার্কিং রয়েছে যা নেপালের ওই প্রজাতির ঘড়িয়ালের মধ্যেই দেখা যায় বলে জানা গিয়েছে। ফলে, এই মুহূর্তে নেট দুনিয়ার ‘সুপারহিরো’ বনেগিয়েছে ঘড়িয়ালটি।