নেপালের ৬ বাসিন্দাকে ভারত-নেপাল সীমান্ত এলাকায় আটক

নকশালবাড়ি, ১৬ মে: লকডাউনের জেরে আটকে থাকা ৬ নেপালের বাসিন্দাদের ভারত-নেপাল সীমান্ত এলাকায় আটক করল গৌড়সিং জোত ৪১নং এস‌এসবি। শনিবার সকালে পানিট‍্যাঙ্কি থেকে এদের আটক করে পানিট‍্যাঙ্কি পুলিশ পোস্টের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে এক মহিলা রয়েছে। আটক ব‍্যক্তিরা কেরলে হোটেলের কাজে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। আটক ব‍্যক্তিদের নাম জেতুয়া ঋষিদেব, গেগা দেবী থাপা, রাজেন্দ্র ঋষিদেব, বুদেশ্বর ঋষিদেব, মন্চিত ঋষিদেব, জেথুয়া ঋষিদেব।

© প্রতিবেদন: বিশ্বজিৎ মিশ্র।