নিশিগঞ্জের অপহৃত শিক্ষককে উদ্ধার করে পুলিশ

কোচবিহার, ১৯ ফেব্রুয়ারি: কোচবিহারের নিশিগঞ্জের অপহৃত পার্শ্ব শিক্ষক সুকমল বর্মন।  শনিবার গভীর রাতে সিতাই থানার বিজলি চটকা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করেনিশিগঞ্জফাঁড়ির পুলিশ। শুক্রবার কোচবিহার ১ ব্লকের মোয়ামারি সিএস প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সুকুমল বর্মন বিকেল ৩টা নাগাদ একটি ফোন পেয়ে স্কুল থেকে বাইক নিয়ে বের হন। তারপর পার্শ্ববর্তী নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কোদালখেরি এলাকা থেকে শিক্ষকের বাইক উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, একটি ছোট গাড়ি করে কয়েকজন যুবক ওই শিক্ষককে জোর করে তুলে নিয়ে যায়। তবে বিপদের আশঙ্কায় গ্রামবাসীরা বাধা দেওয়ার সাহস পাননি। অভিযোগের ভিত্তিতে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নামে। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অক্ষত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে। রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।