শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: নিজের ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হল চালকের। মৃত চালকের নাম অভিষেক ছেত্রী ( ৪০)। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি স্থল বন্দর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভুটানের বোল্ডার বোঝাই একটি ট্রাক ফুলবাড়ি সীমান্তের এক পার্কিংয়ে রাখার জন্য চেষ্টা করছিলেন চালক। কিন্তু তার ট্রাকের চাবি খুঁজে পাচ্ছিলেন না। অগত্যা চালক গাড়ির তলায় গিয়ে স্ক্রু ড্রাইভারের সাহায্যে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। গাড়ি স্টার্ট হয়ে চলতে শুরু করে এবং সামনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।