Home রাজ্য উত্তরবঙ্গ নিজেদের ব্রয়লার মুরগির খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় গৃহবধুর

নিজেদের ব্রয়লার মুরগির খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় গৃহবধুর

রাজগঞ্জ, ২৮ এপ্রিল: ব্রয়লার মুরগির খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক গৃহবধুর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শহরতলীর ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ছুট নাউয়াপাড়ায়। মৃতের নাম জবা রায় ( ২২ )।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির ছুট নাউয়াপাড়ার প্রশান্ত রায় তার ব্রয়লার মুরগির খামারের মুরগিকে শেয়াল-কুকুর ও চোরের হাত থেকে রক্ষা করতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন। এদিন সাতসকালে প্রশান্তের স্ত্রী জবা কোনো প্রয়োজনে ওই খামারের কাছে যান। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জবাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, পরিবারটি প্রতিদিন রাতে মুরগিকে শেয়াল-কুকুর ও চোরের হাত থেকে রক্ষা করতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখে। এদিন প্রশান্তের স্ত্রী কোনো প্রয়োজনে খামারের কাছে যাওয়ায় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।