জলপাইগুড়ি, ১৮ জুন: নালায় পড়ে গিয়ে কাদা-মাটিতে আটিকে প্রাণ ওষ্ঠাগত এক হস্তি শাবকের। খবর পেয়ে তৎপরতার সঙ্গে উদ্ধার করেন বনকর্মীরা।
জানা গিয়েছে, বুধবার রাতে কালিম্পং ডিভিশনের জলঢাকা রেঞ্জের অন্তর্গত কুমানির জঙ্গল থেকে হাতির দল পাশের কুপিস বস্তিতে ঢুকে। বৃহস্পতিবার ভোরে জঙ্গলে ফেরার পথে ওই বনবস্তি ও কুমানির জঙ্গলের মাঝে নালার মধ্যে শাবকটি পড়ে যায়। ওঠার জন্য যতই চেষ্টা করে ততই কাদা-মাটিতে অস্থির হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমানি বিটের বনকর্মীরা। দীর্ঘক্ষন কসরত করার পর অবশেষে আর্থমুভার দিয়ে শাবকটি উদ্ধার করেন।
বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জ অভিসার রাজকুমার লায়েক বলেন, কুমানি বিটের কর্মীরা দারুন কাজ করেছে। নালা থেকে উদ্ধার করার পর বছর তিনেকের শাবকটি দলের অন্য হাতিদের সঙ্গে মিশে জঙ্গলের গভীরে ঢুকে যায়।