Home রাজ্য উত্তরবঙ্গ নার্সের ঝু*লন্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগ পরিবারের

নার্সের ঝু*লন্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগ পরিবারের

শিলিগুড়ি, ১৯ অক্টোবর: রাতের বেলায় ভাড়াবাড়ি থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে বয়স ২৫ এর মৃত ওই নার্সের বাড়ি দার্জিলিং (Darjeeling)এ। যুবতীকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। ‌স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী শিলিগুড়ি শহরের খালপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ( Nursing Home ) চাকরি করতেন। ভাড়া থাকতেন শহরের মিলনপল্লীর একটি বাড়িতে। সেই বাড়িতে আরো বেশ কয়েকজন নার্স (Nurse) ভাড়া থাকেন। গতকাল রাতে ভাড়াবাড়ির বাথরুম থেকে ওই নার্সের রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। ওই ঘটনায় নানা প্রশ্ন উঁকি মারছে এলাকাবাসীর মধ্যে। কি কারনে এবং কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয়রা ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ এই বাড়িতে কোনো অসামাজিক কাজকর্ম চলত। রাত বিরেতে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। ঘটনার পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ, এই বাড়িতে কারা থাকত তাদের সঠিক পরিচয় কাউন্সিলর অফিসে কিংবা স্থানীয় থানায় কোনো তথ্য দেওয়া হয় নি বাড়ির মালিকের তরফে। তবে প্রশ্ন উঠছে এতদিন ধরে একটি বাড়িতে কারা থাকত তা নিয়ে যখন কাউন্সিলের কাছে কিংবা থানায় কোনো তথ্য নেই তখন কাউন্সিলর কিংবা পুলিশের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় নি? তবে খুন নাকি আত্মহত্যা নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।খবর পেয়েই আজ দার্জিলিং থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় মৃতার পরিবারের সদস্যরা। পরিবারের দাবি মৃতার দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তাই সন্দেহ তাদের মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। ঘটনার ন্যায় বিচারের দাবি তোলেন পরিবার।