Home Top News নাম বদলে দেওয়ায় শিলিগুড়িতে আন্দোলনের হুমকি

নাম বদলে দেওয়ায় শিলিগুড়িতে আন্দোলনের হুমকি

শিলিগুড়ি, ১০ জানুয়ারি: বদলে গেল শিলিগুড়ি শহরের বিভিন্ন স্থানের নাম। শিলিগুড়ি পুর নিগম এই নতুন নাম রাখল। আর তা সামনে আসতেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। শহরের বাসিন্দারা শুধুই নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে প্রতিবাদের ঝড়। তাদের পরিষ্কার বার্তা “শিলিগুড়ির কোন মোড়ের নাম ‘চৌক’ বা ‘চক’ রাখা যাবে না। এটা বাংলা, আর এখানে বাংলা ছাড়া অন্য কিছু চলবে না। কেউ চেস্টা করলে আগুন জ্বলবে।”
পুর নিগমের এক বিজ্ঞপ্তিতে দেখা গেল
◆শিলিগুড়ির হাতি মোড়ের নাম দেওয়া হয়েছে ●নেতাজি সুভাষচন্দ্র বোস মোড়।
◆শিলিগুড়ি ভেনাস মোড় এর নাম দেওয়া হয়েছে ●সফদার হাশমি চক।
◆আলো চৌধুরী মোড়ের নাম দেওয়া হয়েছে
●কে এন চৌধুরী মোড়।
◆সেবক মোড়ের নাম দেওয়া হয়েছে
●গুরু নানক চক
◆পানিট্যাঙ্কি মোড়ের নাম দেওয়া হয়েছে
●রামকৃষ্ণ চক
◆জংশন মোড়ের নাম দেওয়া হয়েছে
●ভানুভক্ত চক
◆জলপাই মোড় এর নাম দেওয়া হয়েছে
●বিবিডি মোড়
◆ঝংকার মোড়ের নাম দেওয়া হয়েছে
●বিবেকানন্দ চক
◆নৌকাঘাট মোড়ের নাম দেওয়া হয়েছে
●ঠাকুর পঞ্চানন চক
◆এয়ারভিউ মোড়ের নাম দেওয়া হয়েছে
●মহাত্মা গান্ধী চক
◆ফ্লাইওভার এর নাম দেওয়া হয়েছে
●দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ফ্লাইওভার

আর এই সমস্ত নাম মানতে নারাজ বাসিন্দারা।তারা বলেন, শিলিগুড়ি কর্পোরেশন সব মোড়ের নাম বদলে চৌক বা চক রাখছে কেন?
চৌক কথাটার মানে কি ? কতৃপক্ষ একটু জানাবেন ?
তারা বলছেন, কেন চৌক এর বদলে মোড় রাখলে অসুবিধা কোথায় ?
দার্জিলিং মোড় এর নাম শহীদ ক্ষুদিরাম বসু এর নামে করার কথা শুনেছিলাম, সেটা কি হলো ?
তৃতীয় মহানন্দা সেতু এর ক্ষেত্রে রাজা রামমোহন রায় এর নামটা বাদ দেওয়া হলো কেন ? যেখানে অন্যান্য জায়গা গুলো মনীষীদের নামে করা হচ্ছে ?
এসব ঘিরেই ঘোলা হচ্ছে শহরের জল। আশঙ্কা দেখা দিয়েছে চাপা উত্তেজনার।