Home দেশ নাগরিকত্ব সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল সিএবি

নাগরিকত্ব সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল সিএবি

এইচ.এন. ডেস্ক, ১৩ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে আসা ৬টি অমুসলিম ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতে নাগরিকত্ব পাবেন।
সোমবার বিলটি লোকসভায় পাশ হয়। রাজ্যসভায় পাশ হয় বুধবার। গতকাল গভীর রাতে সই করেন রাষ্ট্রপতি।এই নাগরিকত্ব আইন বলছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়নের জেরে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টান নাগরিকরা এ দেশে নাগরিকত্ব পাবেন।
অন্যদিকে, এই আইনের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলে প্রতিবাদ অব্যাহত রয়েছে। অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় এই আইন কার্যকর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়া বাদ দেওয়া হয়েছে যে সব জায়গায় ইনার লাইন পারমিট কার্যকর রয়েছে, সেই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে। বাদ পড়েছে মণিপুরও।