Home রাজ্য উত্তরবঙ্গ নাইন এমএম পিস্তল সহ গ্রেপ্তার দুই যুবক

নাইন এমএম পিস্তল সহ গ্রেপ্তার দুই যুবক

শিলিগুড়ি, ৩ মার্চঃ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। শংকর রায় (২০) ও নূর জামাল (১৮)। উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল। শংকরের বাড়ি শিলিগুড়ির ভূপেন্দ্র নগরে এবং নূরের বাড়ি লিম্বুবস্তিতে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ এই সফলতা পায়। পিস্তলটি কোথা থেকে এবং কেন আনা হয়েছে তার হদিস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।