নাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার

এইচ. এন.ডেস্ক: নাইটক্লাবে সারারাত চলে হই-হুল্লোড়। সকালে নাইটক্লাব থেকে উদ্ধার হয় ১৭টি মৃতদেহ। মৃতদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। একসঙ্গে ১৭ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন সিটিতে। একসঙ্গে এতজনের মৃত্যুর ঘটনায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
জানা গিয়েছে, সারারাত নৈশ পার্টির পর রবিবার সকালে ইস্ট লন্ডন শহরের একটি নাইট ক্লাব থেকে ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ভিড়ের চাপে না কি বিষপানে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশে বাহিনী। আপাতত ক্লাবটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহগুলির ময়না তদন্ত চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।