নর্দমায় মিলল কাটা হাত! তারপর যা ঘটল

এইচ এন ডেস্ক, ২৩ মার্চ: নালার খোলা অংশ দিয়ে উঁকি মারতেই দেখা গেল দুটি হাতের পাঞ্জা। এক কথায় কাটা হাত। এমন দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন বাসিন্দারা। তারপর..
বুধবার হাওড়ার ব্যাঁটরায় একটি রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে। ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। উদ্ধার করে হাতটি নিয়ে যায় তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে হাতটি প্লাস্টিকের তৈরি। অন্য দিনের মতো এদিনও ওই এলাকায় স্বাভাবিক ছন্দেই কাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির নজরে পড়ে কাটা হাতটি।

হাতের একটি আঙুল কাটা ছিল বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় ওই এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে ব্যাঙ্কের ভেতরে থাকা অনেক কর্মচারী বেরিয়ে আসেন হাতটি দেখতে। খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে চলে আসে পুলিশ‌। হাতটি নর্দমা থেকে তুলে তারা পরীক্ষার জন্য নিয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় মানুষের পক্ষে দাবি করা হয়েছে নর্দমা পরিস্কার করে ভালো করে তল্লাসি চালালে আরও অনেক কিছুর সন্ধান পাওয়া যেতে পারে।
তবে শেষে পুলিশ জানিয়েছে ওটা প্লাস্টিকের হাত!