শিলিগুড়ি, ৫ মার্চ: শিলিগুড়ির বাইরে খারিবাড়ির বাসিন্দা জয় প্রণব রায়ের বধুবরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির।
ইউনিক টিমের ফাউন্ডার রাকেশ দত্তের বিয়েতে স্বেচ্ছায় রক্তদান শিবির দেখেছিল সোশ্যাল মিডিয়ায় তারপর নিজের বিয়েতে করবে বলে মনে মনে ঠিক করে। তাই ইউনিক টিমের সাথে যোগাযোগ করে রক্তদান শিবিরের আয়োজন করে।
নতুন জীবনের শুরুতে এত সুন্দর অনুষ্ঠানের মানসিকতার জন্য তার বিবাহের অনেক অনেক শুভেচ্ছা ইউনিক টিমের পক্ষ থেকে জানানো হয়। নতুন জীবন খুব সুন্দর ভাবে কাটুক এই কামনা করে ইউনিক টিম। এদিনের শিবিরের সহযোগিতায় শিলিগুড়ি ব্লাড ডোনার ফোরাম। নবদম্পতি জানায় সবাই এভাবেই অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যাবে না।