রাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারি: পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানের পথে পুলিশের অত্যাচার ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজগঞ্জে ধিক্কার সভা ও মিছিল করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। গত শুক্রবার কলকাতায় ওই পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ধিক্কার সভা করা হয়। সংগঠনের রাজগঞ্জ ব্লক কমিটির তরফে ফাটাপুকুর হিন্দি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই ধিক্কার সভায় ব্লকের পার্শ্বশিক্ষকরা অংশগ্রহণ করেন।
তাদের অভিযোগ, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা আজও বাস্তবায়ন করা হয়নি। পার্শ্বশিক্ষকরা কলকাতায় বিকাশ ভবনের সামনে প্রায় দুই মাস অবস্থানের পর গত ৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ওই দিন পুলিশ পার্শ্বশিক্ষকদের উপর আক্রমণ করার পাশাপাশি গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে এদিন ফাটাপুকুরে ধিক্কার সভা করা হয়। তারা বলেন, পার্শ্বশিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।