Home Top News নবম শ্রেণীতে পড়ত মেয়েটি। অকালেই চলে গেল

নবম শ্রেণীতে পড়ত মেয়েটি। অকালেই চলে গেল

শিলিগুড়ি, ১৮ মার্চ: কয়েক বছর আগে মারা যায় স্বামী। তখন করোনার সময়।
এরপর একমাত্র মেয়েকে নিয়ে মিনতি মল্লিক চলে আসেন শিলিগুড়িতে। এখানে এসে জীবিকার সন্ধান খুঁজতে থাকেন। ফুলবাড়ী এলাকার রাজিবনগরে একটি ভাড়া বাড়িতে থাকেন।
সেখান থেকে তিনি বাড়ি বাড়ি ঘুরে জুয়েলারির ব্যবসা করছিলেন। একমাত্র মেয়ে মিষ্টি ছিল তার স্বপ্ন। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ত রিমি মল্লিক। শুক্রবার সন্ধ্যায় সেই মেয়েকেও চিরতরে হারিয়ে ফেললেন মা মিনতি মল্লি।
সন্ধ্যা ৫ টা নাগাদ ল্যাপটপ নিয়ে ঘরের মধ্যে কাজ করছিল মেয়ে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ পর্যন্ত ঘর থেকে না বের হওয়াতে পরিবারে লোকেরা দেখেন ঘরের মধ্যে ল্যাপটপ চলছে। কিন্তু মেয়ে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ঘরে।দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই। আশেপাশের লোকজন ছুটে আসে। তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায় স্থানীও একটি নার্সিংহোমে। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন মৃত হয়েছে মেয়েটির।
নবম শ্রেণীর পড়ুয়া ওই মেয়েটির নাম রিমি মল্লিক। কোচবিহারের চিলকি হাট এলাকায় বাড়ি। করোনা কালে বাবা মারা যাওয়াতে মায়ের সঙ্গে চলে আসে শিলিগুড়ির ফুলবাড়িতে। এবার মা কি নিয়ে থাকবেন। বারবার মূর্ছা যাচ্ছেন মা। শোকাহত স্থানীয়ওরাও।