Home রাজ্য উত্তরবঙ্গ নদী থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নদী থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার

রাজগঞ্জ, ৯ আগস্ট: রাজগঞ্জের করতোয়া নদী থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকায় করতোয়া নদীতে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুর মৃতদেহ মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত করা হচ্ছে।