মেটেলি, ৫ আগস্ট: নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। বৃহস্পতিবার মেটেলি ব্লকের ছাওয়াফেলি সংলগ্ন নেওড়া নদী থেকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। মেটেলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় কিছু লোক নেওড়া নদীতে ওই দেহটি দেখতে পান। বিষয়টি চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।