শিলিগুড়ি, ৮ মার্চ: নকশাল আন্দোলনের পীঠস্থানে এবার এক অপ্রীতিকর ঘটনা। ঐতিহাসিক বেঙ্গাইজোতে ভাঙ্গা হল লেনিনের মূর্তি। বুধবার সকালে বিষয়টি লক্ষ্য করা যায়। মনেকরা হচ্ছে দোলের রাতে ওই দুষ্কর্ম করা হয়েছে। নকশাল আন্দোলনের পীঠস্থান সেই নকশালবাড়িতে গুঁড়িয়ে দেওয়া হল লেনিনের মূর্তি। যা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় নিন্দা জানানো হয়েছে।
নকশাল আন্দোলনে পীঠস্থান বলে পরিচিত নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় একটি প্রাথমিক স্কুল সংলগ্ন মাঠে রয়েছে কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, লেনিন ও স্ট্যালিনের মূর্তি। উচুঁ করেই ও আবক্ষ মূর্তি বসানো হয়।
এরমধ্যে লেনিনের মূর্তিটি কে বা কারা ভারী কিছু দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছে বলে অভিযোগ। ভাঙা অংশ পড়ে রয়েছে নিচেই। সকালে বিষয়টি দেখেই ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা। সেখানে চলে আসেন সিপিআই(এমএল)কর্মী-সমর্থকরা। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার সিপিআইএমএল লিবারেশনের পক্ষে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রেস বিবৃতি জারি করা হয়েছে। তারা জানিয়েছে, ১৯৬৭ সালের ২৫ মে প্রসাদুজোত ও বেঙ্গাইজোতের সংযোগস্থলে পুলিশী দমন-পীড়নের বিরুদ্ধে কৃষকদের দৃপ্ত মিছিলের ওপর পুলিশ ও আধাসামরিক বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়ে দু’টি শিশু সহ ১১ জনকে হত্যা করে। এরপরই এই জায়গাটিতে চারটি মূর্তি বসানো হয়। সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র মোহন সিংহ এই প্রসঙ্গে ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর লেলিনের মূর্তি ভেঙে ফেলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে নকশালবাড়ি ব্লকে দক্ষিণপন্থী ও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা বেড়েছে। নকশালবাড়িতেও লেনিনের মূর্তিকে বিকৃত করার পেছনে এহেন মতাদর্শের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এটি কোন বিক্ষিপ্ত ঘটনা নয়। তাদের অভিযোগ বিজেপির দিকেই। তবে এমন অভিযোগ উদ্দেশ্যেপ্রনেদিত বলে জানান বিজেপির মাটিগাড়া নকশাবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। তিনিও বলেন, তদন্তের মাধ্যমে বিষয়টি সামনে আসা দরকার। বিজেপি শান্তিপ্রিয়। বিপ্লবের নামে অশান্তিতে বিশ্বাস করে না।