Home রাজ্য উত্তরবঙ্গ ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত

ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত

ধূপগুড়ি, ২৫ জুলাই: কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। আজ সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

জানা গিয়েছে, গত রবিবার থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তাঁর পাঁজর এবং ফুসসুফের মাঝে হাওয়া ঢুকেছিল। অস্ত্রোপচার করে সেই হাওয়া বেড় করা হয়। গতরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর আজ সকালে তিনি মারা যান। পরিবারের সদস্যরা কলকাতা থেকে বিষ্ণুপদ রায়ের দেহ নিয়ে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।