রাজগঞ্জ, ৮ ডিসেম্বরঃ ধার নেওয়া টাকা ফেরত বন্ধুকে মদের সঙ্গে চাওয়ায় বন্ধুকে মদের সঙ্গে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের দুধিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম রতন দাস। অভিযুক্তের নাম হরিদাস পাল। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে মিলনপল্লি ফাঁড়ির পুলিশ ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দুধিয়া গ্রামের রতন দাস এবং হরিদাস পাল দুই জনে বন্ধু। রতন বাবু কৃষক এবং হরিদাস ছোট ব্যবসায়ী । প্রায় পাঁচ মাস আগে এক লক্ষ কুড়ি হাজার টাকা ধার নেয় হরিদাস পাল । সেই টাকা ফেরত চেয়ে তাগাদা দেন রতন বাবু । ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মনমালিন্য হয়। গত ১৯ নভেম্বর রাত ৮ টা নাগাদ রতনকে ডেকে হরিদাস নিজের বাড়িতে নিয়ে যায় এবং দুই জনে মদ খায়। সেসময় রতনকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায় বলে অভিযোগ। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রতন বাবু। পরের দিন তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলেও পরিবারের লোক দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালেও অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার মিলনপল্লি পুলিশ ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশ হরিদাসকে গ্রেফতার করে আদালতে পাঠায় । রতন বাবুকে ফের জেলা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোক। রবিবার তার মৃতু হয়। এ ব্যাপারে মিলনপল্লি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।