Home Top News ধর্ণায় বসলে প্রেমিকাকে ব্যাপক মারধর

ধর্ণায় বসলে প্রেমিকাকে ব্যাপক মারধর

নিজে বিবাহিত হওয়ার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অভিযোগ বিবাহিতা অন্য এক মহিলার সঙ্গে।পরে জানাজানি হতেই প্রেমিকা বিয়ের দাবিতে শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলে তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। প্রেমিকের স্ত্রী, মা-‌সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ। বাঁশ দিয়ে বেধরড় মারা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ওই প্রেমিকাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম প্রেমিকার নাম ফেন্সি বিবি। পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের হাতিডুবি গ্রামের ঘটনা। একই গ্রামেই উভয়ের বাড়ি। অভিযুক্ত প্রমিকে নাম মাসিদুর রহমান। ৫ বছর ধরে তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্ক।