কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের প্রথম করোনা পজিটিভ কেস কনফার্মড হলো। কোনও এক প্রশাসনিক কর্তার ১৮ বছর বয়সি ছেলে লন্ডন থেকে ফিরেছিল কদিন আগে। করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে তার। এই মুহুর্তে বেলেঘাটা আইডি হসপিটালে আইসোলেশনে আছে।
ইংল্যান্ড ফেরত উচ্চপদস্থ আমলার ছেলের শরীরে করোনা ভাইরাস। আশ্চর্যের বিষয়, করোনার কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। চিকিৎসকদের মতে, করোনা ভাইরাস তার প্রকৃতি বদল করছে।
ইংল্যান্ড থেকে ফিরে কলকাতায় নিজের বাড়িতে আসেন তরুণ। করোনার কোনও উপসর্গ না থাকলেও বাড়ি থেকে তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয় পরীক্ষা করানোর জন্য। পরীক্ষার পর তাঁর শরীরে মিলল মারণ ভাইরাস। কীভাবে এই ভাইরাস প্রবেশ করল তাঁর শরীরে?
সূত্রের খবর, ইংল্যান্ডে থাকাকালীন একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে অনেকেই করোনা আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, পার্টিতে উপস্থিত থাকা তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। অনুমান করা হচ্ছে, সেই তিন অতিথির মাধ্যমেই তাঁর শরীরে করোনা প্রবেশ করে। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং–এও জ্বরের কোনও আভাস পাওয়া যায়নি। আপাতত বিশেষ কেবিনে রাখা হয়েছে তাঁকে। এই মুহূর্তে হালকা গলা ব্যথা ও সর্দির উপসর্গ দেখা দিয়েছে। তরুণের বাবা, মা ও গাড়ির চালককেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
রাজ্যে এখনও পর্যন্ত ১২ হাজার মানুষ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সবাই সতর্ক থাকুন, বাইরে মেলামেশা যতটা সম্ভব এড়িয়ে চলুন। পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক গ্যাদারিং বর্জন করুন।