মালদা, ২৫ ফেব্রুয়ারি: মালদার গাজলের থানা মোড় এলাকার একটি খাদ্য সামগ্রীর দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেল। আর ওই অভিযোগ পেয়েই ওই দোকানে হানা। খদ্দেরদের যে ভাজা মুগ ডাল ও বিস্কুটের প্যাকেট বিক্রি করেছিল
সেগুলি সব মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ। ক্রেতাদের চোখে ওই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র পড়তেই খবর দেয় গাজোল থানার পুলিশকে। পুলিশ এসে ওইসব মেয়াদ উত্তীর্ণ সামগ্রী থানায় নিয়ে যায়। পাশাপাশি দোকানিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুনীল বসাক। শনিবারে তাকে মালদা জেলা আদালতে তোলা হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ী দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করছিলেন। এ নিয়ে তাকে ক্রেতারা তাকে আগে সাবধানও করেছিল। কিন্তু তারপরেও সে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করছিল বলে অভিযোগ। যদিও ওই দোকানি অভিযোগ অস্বীকার করেন।