দৃষ্টিহীন পূর্ণচন্দ্র রায় লকডাউনের মধ্যে গভীর সংকটে

ময়নাগুড়ি, ২৫ এপ্রিল: ময়নাগুড়ির বেংকান্দির বাসিন্দা পূর্ণচন্দ্র রায়। দৃষ্টিহীন পূর্ণবাবু লকডাউনের মধ্যে গভীর সংকটে পড়েছেন। খাদ্য সামগ্রী ঘরে কিছুই নেই। বাইরে বের হতে পারেন না যে, কারো থেকে চেয়েচিন্তে খাবেন। বাড়িতেই কার্যত না খেয়েই কাটাচ্ছিলেন কয়েকদিন। বিষয়টি জানতে পারেন ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে ডু একাডেমির কর্মকর্তারা শেষে এই সংস্থার সম্পাদক কাশি দেবনাথ তার খোঁজ নেন। চলে যান তার গ্রামের বাড়িতে। কিছু খাদ্য সামগ্রী পূর্ণবাবুর হাতে তুলে দেন। সেইসঙ্গে আগামী একমাস তার দায়িত্ব নেন। সমস্ত রকম খাদ্য সামগ্রী করে এক মাস ধরে দেবেন। যাতে অসহায় মানুষটি অভুক্ত থেকে কষ্ট না করেন।