বর্ধমান, ২ এপ্রিল: এক ব্যক্তিকে গুলি করে খুন করে পালালো দুষ্কৃতীরা। গুলিতে জখম হয়েছেন আরও এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রাজু ঝা। মৃত ব্যক্তি কয়লা মাফিয়া বলে পরিচিত। শনিবার ভর সন্ধায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুনম্বর জাতীয় সড়কের ধারে থাকা এক ল্যাংচার দোকানের সামনে। ছোট চারচাকা গাড়িতে আসা দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্য এক ছোট চার চাকার গাড়িতে থাকা কয়লা মাফিয়ার। গাড়িতে থাকা অপর এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরাত জোরে রেহাই পেয়ে যান গাড়ির চালক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ সহ পুলিশের কর্তারা। ঘটনাস্থল ব্যারিকেড করে রেখে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি গ্যাংওয়ারের ঘটনা হতে পারে। রাজু কুখ্যাত কয়লা মাফিয়া হিসেবেই দুর্গাপুর এলাকায় পরিচিত ছিলেন। তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল লতিফের বলে জানা গিয়েছে। গাড়িটিতে চালক হিসেবে যিনি ছিলেন তিনি আব্দুল লতিফেরই নিয়োগ করা বলে জানা গিয়েছে। কয়লা মাফিয়া রাজুর সঙ্গে আব্দুল লতিফ ও এনামুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে খবর। সিআইডি একবার তাঁকে গ্রেপ্তার করেছিল। পুলিশ শক্তিগড় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে।