মালদা, ১ মার্চ: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আহত দুই ছাত্র। তারা ঋষিপুর উচ্চ বিদ্যালয় এর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে আইহো- সিঙ্গাবাদ রাজ্য সড়কের ঋষিপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ব্যক্তি হঠাৎ চলন্ত মোটরসাইকেল সামনে এক ব্যক্তি চলে আসে। তাতে নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মারে। ওই ব্যক্তি ছিটকে পরে রাজ্য সড়কের উপর। তাতে আহত হয় মোটর সাইকেল তিন ছাত্রের মধ্যে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে ওই দুই পরীক্ষার্থী শুভ মন্ডল ও দীপায়ন মন্ডল।
এলাকাবাসী দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কারো মাথায় হেলমেট ছিল না।